রোববার থেকে দৈনিক সন্ধ্যা ৬টা- রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে সিএনজি স্টেশন
সন্ধ্যা ৬ ঘটিকা থেকে রাত ১০টা পর্যন্ত চার ঘণ্টা করে সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ বাড়াতে আগামী রোববার (১৯ সেপ্টেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) জ্বালানি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের নির্দেশনা অনুসারে, রোববার থেকে প্রতিদিন ৬-১০টা পর্যন্ত ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখতে হবে।
মন্ত্রণালয়ের সহকারী তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন ১৯ তারিখ থেকে সিদ্ধান্ত কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত সোমবার জ্বালানি বিভাগ এক সংবাদ সম্মেলনে জানায়, পিকআওয়ার বা চাহিদার সর্বোচ্চ সময়ে গ্যাস সরবরাহ বৃদ্ধি করে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে, বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ছয় ঘণ্টা করে সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখতে হবে।
এনিয়ে সরকারি সংস্থা পেট্রোবাংলা গতকাল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গেও আলোচনা করেছে। সেখানে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে মতবিনিময় হয়।
এসময়, স্টেশন মালিকরা ৬টা-৯টা তিন ঘণ্টা করে বন্ধ রাখার প্রস্তাব দিয়েছিলেন।