লকডাউনে বন্ধ থাকবে শপিং মল, মার্কেট
দেশজুড়ে ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া এক সপ্তাহের লকডাউন চলাকালীন সময় শপিং মল ও মার্কেট বন্ধ থাকবে।
আজ প্রকাশিত এক গেজেট বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
অন্যদিকে, স্বাস্থ্যবিধি মেনে উন্মুক্ত স্থানে সকাল ৯টা- বেলা ৩টা পর্যন্ত কাঁচাবাজার খোলা থাকবে।
প্রতিদিন বেলা ১২টা- সন্ধ্যা ৭টা পর্যন্ত হোম ডেলিভারি সেবা চালু রাখতে পারবে রেস্টুরেন্টগুলো।
তবে শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সাপেক্ষে খোলা থাকে শিল্প কারখানা।
বাংলাদেশে কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতির ক্রমেই অবনতি হওয়ায় আগামী বুধবার থেকে দেশজুড়ে এক সপ্তাহের লকডাউন জারি করেছে সরকার।