লন্ডনে সোয়েন মেডেল জিতলেন বাংলাদেশি স্থপতি মেরিনা
বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুমকে ২০২১ সোয়েন পদকে ভূষিত করেছে লন্ডনে স্যার জন সোয়েন'স মিউজিয়াম। মঙ্গলবার (১৬ নভেম্বর) এই পুরস্কার দেওয়া হয় তাকে।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিশ্বের দক্ষিণাঞ্চলের প্রথম স্থপতি হিসেবে এই মর্যাদাপূর্ণ পদক জিতেছেন তিনি।
আর্টডেইলির মতে, জাদুঘরে একটি লাইভ ডিজিটাল ইভেন্টে হাজির হন মেরিনা। তিনি বলেন, "আমার বর্তমান কাজটি বাংলাদেশের বর্তমান দুটি সংকটের উপর গুরুত্বারোপ করে: উদ্বাস্তুদের দুর্দশা এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে দেশে প্রবল বন্যার আশঙ্কা।"
'মেরিনা তাবাসসুম আর্কিটেক্টস'-এর প্রতিষ্ঠাতা ও প্রধান স্থপতি মেরিনা বলেন, "এই দুটি সংকট আমাকে একটি কম প্রভাবসম্পন্ন প্রোটোটাইপ তৈরিতে উৎসাহিত করে। এসব মোবাইল হাউস যাদের প্রয়োজন, তাদেরকে সর্বনিম্ন খরচে সরবরাহ করা যেতে পারে এগুলো।"
তিনি আরও বলেন, "আমাদের লক্ষ্য হল এটিকে জ্ঞানের একটি ওপেন সোর্স হিসেবে প্রতিষ্ঠা করা, যাতে মানুষ তাদের নিজস্ব বাড়ি তৈরি করতে পারে।"
তার সর্বশেষ অর্জন সম্পর্কে তিনি বলেন, "রাফায়েল মোনিও, ডেনিস স্কট ব্রাউন এবং কেনেথ ফ্র্যাম্পটনসহ আগের বিজয়ীদের তুলনায় আমার কাজ বেশ এগিয়ে যাচ্ছে।"
সংস্কৃতি এবং সমাজে স্থাপত্যের অনুশীলনকারীদের সম্মানের জন্য ২০১৭ সাল থেকে সোয়েন পদক দিয়ে আসছে স্যার জন সোয়েন'স মিউজিয়াম।
ঢাকার ফায়দাবাদে অবস্থিত বায়তুর রউফ জামে মসজিদ তার আরেকটি উল্লেখযোগ্য কীর্তি। ২০১৬ সালে এই মসজিদের জন্য আগা খান পুরস্কার জেতেন মেরিনা। স্থাপত্যে অনন্য এক পুরস্কার এটি।