লেখক মুশতাক হত্যার প্রতিবাদে মশাল মিছিল থেকে আটক ৬ ছাত্রনেতার জামিন মঞ্জুর
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল চলাকালীন পুলিশকে আক্রমণ এবং দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা একটি মামলায় আদালত আজ ছয়জন বামপন্থী ছাত্রনেতার জামিন মঞ্জুর করেছেন।
জামিন পাওয়া ছাত্রনেতারা হলেন- নজির আমিন চৌধুরী জয়, সাবেক সভাপতি ছাত্র ইউনিয়ন জাবি সংসদ; নাজিফা জান্নাত, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক, ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ;জয়তি চক্রবর্তী, দপ্তর সম্পাদক, ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ;তামজীদ হায়দার চঞ্চল, সভাপতি, ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ; আকিফ আহমেদ, কর্মী, ছাত্র ইউনিয়ন ঢাবি সংসদ এবং আরাফাত সাদ, কর্মী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাবি শাখা।
আজ সকালে মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে এই ছয় ছাত্রনেতার জামিন শুনানি অনুষ্ঠিত হয়।
তবে ছাত্র নেতা তামজিদুর রহমান রাফির পরিবার আলাদা আইনজীবী নিয়োগ করায় এবং তার পক্ষে আজকে জামিনের আবেদন না করায় রাফির জামিন হয় নি।
কারাগারে লেখক মুশতাক হত্যার প্রতিবাদে ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এক মিছিল থেকে এদের প্রত্যেককে গ্রেপ্তার করা হয়।