শাহজালাল বিমানবন্দর থেকে ১২ কেজি স্বর্ণ উদ্ধার
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ১২ কোটি মূল্যের ১০৪টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বাংলাদেশ বিমানের এয়ারক্রাফটের কারগো হোলের প্রবেশদ্বার থেকে ১২ কেজি ওজনের এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।
সোমবার (২৫ অক্টোবর) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন কাস্টমস ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টশনের মহাপরিচালক মো. আব্দুর রউফ।
তিনি বলেন, "দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের কার্গো ফ্লাইট বিজি-৪১৪৮-এর কার্গো হোল থেকে ১২ কেজি স্বর্ণ উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"