শুরু হলো স্কুল শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকার নিবন্ধন
স্কুল কর্তৃপক্ষ যেসব শিক্ষার্থীর নাম তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে পাঠিয়েছে, তারা আজ শুক্রবার (১৫ অক্টোবর) থেকে কোভিড-১৯ টিকা নিবন্ধনের সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে গিয়ে জন্ম সনদের মাধ্যমে নিবন্ধন করতে পারবে।
রেজিস্ট্রেশনের জন্য আপাতত তারাই যোগ্য বলে বিবেচিত হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
এর আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের ছাত্রছাত্রীদের নাম শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে পাঠায়।
ঢাকা মহানগর এলাকায় অবস্থিত সব শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে টিকার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যা মেনে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরও মহানগর এলাকার সকল শিক্ষার্থীকে টিকাদানের সিদ্ধান্ত নেয়।
এজন্য [email protected]. মেইল অ্যাড্রেসে শিক্ষার্থীদের তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক নির্দেশনামূলক প্রজ্ঞাপনে তথ্য পাঠাতে বলা হয়।