সংক্রমণ নিয়ন্ত্রণের বিধান শিথিল হলে রোগীর সংখ্যা ব্যাপকভাবে বাড়বে: উপদেষ্টা কমিটি
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য প্রযোজ্য বিধি-বিধান সঠিকভাবে প্রয়োগ না করে শিথিল করা হলে রোগীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করতে পারে বলে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটির ৬ষ্ঠ সভার সুপারিশে বলা হয়েছে।
ন্যাশনাল টেকিনিক্যাল অ্যাডভাইজরি কমিটির সভাপতি প্রফেসর ডা. মোহাম্মদ শহিদুল্লা সাক্ষরিত ওই সুপারিশে বলা হয়, কোভিড-১৯ একটি সংক্রামক রোগ, যা হাঁচি-কাশি ও সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। জনসমাগম এ রোগের বিস্তার এর জন্য সহায়ক। পৃথিবীর অন্যান্য দেশের অভিজ্ঞতা এই যে, রোগ সংক্রমণের হার সুনির্দিষ্টভাবে না কমার আগে স্বাভাবিক জীবনযাত্রা চালু করলে রোগের হার বাড়ার আশংকা থাকে। জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি এ বিষয়ে ইতপূর্বে ৭ই মে পরামর্শ প্রদান করেছে।
সুপারিশে বলা হয়, ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ ও অন্যান্য রোগীর চিকিৎসা একই হাসপাতালে পৃথক পৃথক ব্যবস্থায় করার নির্দেশনা দিয়েছে। জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি এ সিদ্ধান্ত সঠিক মনে করে। তবে এ ব্যাপারে প্রশাসনিক, সাংগঠনিক, জনবল ও সরঞ্জাম সমূহের বিশেষ প্রস্তুতির প্রয়োজন আছে।