সন্ধ্যার পর ফার্মেসি ছাড়া সব বন্ধ
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ফার্মেসি ছাড়া কাঁচা বাজার ও সুপারশপসহ সব ধরনের নিত্যপণ্যের বাজার ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা রাখা যাবে। ওষুধের দোকান ছাড়া অন্য কেউ কোনো দোকান খোলা রাখলে বন্ধ করা হবে।
তিনি আরও জানান, পাড়া-মহল্লার দোকান দুপুর ২টার মধ্যে বন্ধ রাখতে হবে। আজ সোমবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।
সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।
করোনাভাইরাস মোকাবিলায় সামাজিক দূরত্ব নিশ্চিত ও জনসমাগম বন্ধে কাজ করে যাচ্ছেন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত রোববার রাজধানীকে লকডাউন ঘোষণা করে পুলিশ সদর দফতর।
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। দেশে এ নিয়ে মোট ১২ জনের প্রাণ গেল এ ভাইরাসে। এ ছাড়া নতুন করে আরও ৩৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত মোট ১২৩ জন শনাক্ত হলো।