সাতক্ষীরা জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত, সাধারণ সম্পাদক বহিষ্কার
‘গঠনতন্ত্র বিরোধী কাজে’ যুক্ত থাকার অভিযোগে ছাত্রলীগের সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। পাশাপাশি জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটিও বিলুপ্ত করা হয়েছে।
মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত শনিবার (৩০ নভেম্বর)ভোররাতে সাতক্ষীরা সদরের বাইপাস সড়ক এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রলীগের কর্মী দ্বীপ (২২) ও সাইফুল ইসলাম (২৮) নিহত হয়।
ওই ঘটনার পর পুলিশ দাবি করেছিল, নিহত দুজন ‘ছিনতাইকারী’ ছিলেন। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি ‘উদ্ধার’ করা হয়।
পুলিশ আরও দাবি করেছিল, ওই ঘটনার মূল পরিকল্পনাকারী ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান। তাদের ভাষ্য, নিহত দুজন সাদিকুর রহমানের ‘ঘনিষ্ট সহযোগী’ হিসেবেই পরিচিত ছিলেন।
‘অস্ত্র উদ্ধারের’ ঘটনায় সৈয়দ সাদিকুর রহমানকে আসামি করে সদর থানায় অস্ত্র আইনে মামলাও দায়ের করেছিল পুলিশ।
ওই ঘটনার সপ্তাহ না পেরোতেই কেন্দ্রীয় দপ্তর থেকে সাদিকুরের বিষয়ে বহিষ্কারাদেশের ঘোষণা এল।
ছাত্রলীগের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের বিরুদ্ধে গঠনতন্ত্র পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ছাত্রলীগ থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হল এবং সেই সঙ্গে কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হল।”
একই বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা জেলায় নতুন কমিটি গঠনের জন্য জীবন বৃত্তান্তও আহ্বান করা হয়।