সীতাকুণ্ডে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩
চট্টগ্রামের সীতাকুণ্ডে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার ( ২৯ অক্টোবর) ভোরে সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতদের তাৎক্ষণিক পরিচয় জানা না গেলেও তাদেরকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে ধারণা করেছেন র্যাব।
র্যাব- সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন ক্ষুদে বার্তায় গণমাধ্যমকে জানান, একদল লোক ‘মহাসড়কে ডাকাতি’ করার জন্য ছোট কুমিরা এলাকায় অবস্থান নিয়েছে খবর পেয়ে র্যাবের একটি দল গভীর রাতে সেখানে অভিযানে যায়।
“র্যাব সদস্যরা পৌঁছালে সেখানে অবস্থান নিয়ে থাকা ডাকাতরা গুলি ছোড়ে। র্যাব সদস্যরাও তখন অত্মরক্ষার জন্য গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থলে তিনজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।”
পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি এলজি, ১২ রাউণ্ড গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান তিনি।