সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খালে, নিখোঁজ অন্তত ১০
সুনামগঞ্জের জানিয়াগাঁও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস সড়কের পাশে খালে পড়ে অন্তত ১০ জন নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে জেলা সদরের জানিয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ওই এলাকার বাসিন্দা আবদুল আলিম বলেন, ''গাড়ি থেকে আমরা পাঁচ জনকে বের হতে দেখেছি। ভেতরে আরও অন্তত ১৫ জন আটকে আছে বলে জানিয়েছেন তারা।''
ঘটনাস্থল পরিদর্শনে এসে জেলা প্রশাসক আবদুর আহাদ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি উদ্ধার অভিযান দেখতে এসেছেন।
''গাড়িতে ২০ জনের মতো যাত্রী ছিল। এখনও ১০ জনের মতো নিখোঁজ রয়েছেন। বাকিদের উদ্ধার করা হয়েছে'', যোগ করেন তিনি।
এদিকে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।