সেলিব্রেটি, ইমামদের দিয়ে প্রচার চালাতে বললেন প্রধানমন্ত্রী
করোনা ভাইরাস প্রতিরোধে তারকা (সেলিব্রেটি), মসজিদের ইমামদের দিয়ে প্রচারের উদ্যোগ নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, করোনা নিয়ে আতঙ্ক তৈরি করা যাবে না। এ ছাড়া তথ্য মন্ত্রণালয়কে প্রচার বাড়াতে নির্দেশ দিয়েছেন। তারকা (সেলিব্রেটি), মসজিদের ইমামদের দিয়ে প্রচারের উদ্যোগ নিতে বলেছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া বিভাগীয় পর্যায়ে করোনাভাইরাস পরীক্ষা করার যন্ত্রপাতি পৌঁছানোর নির্দেশও দেন তিনি।"
পরিকল্পনামন্ত্রী বলেন, "করোনার দোহাই দিয়ে সরকারের কাজ বন্ধ করব না। সার্বিক অর্থনীতির ক্ষতি হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেমন জাতীয় আয়ে প্রভাব পড়তে পারে। পরিবহন খাতের ওপরও প্রভাব আসতে পারে।"
অন্য দেশের মতো বাংলাদেশেও 'লকডাউন' করা হবে কি না, এমন প্রশ্নের উত্তরে পরিকল্পনামন্ত্রী বলেন, "লকডাউন করার মতো সময় আসেনি। এ দেশের জনগণ এতে অভ্যস্ত নয়। লকডাউন নয়, পর্যায়ক্রমে কঠোর ব্যবস্থার দিকে যাবে সরকার। আমাদের ভালোর জন্য আশা করতে হবে, খারাপের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে।"
করোনার প্রভাব এডিপি বাস্তবায়নে বাধা হবে কিনা এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, "করোনার প্রভাবে এডিপি বাধাগ্রস্ত হবে। আমরা এ বিষয়ে ব্যবস্থাও নিয়েছি। টাকা কেউ কম খরচ করেছে কেউ বেশি খরচ করেছে। তবে আশা করছি বছর শেষে এডিপি বাস্তবায়নের হার ভালো হবে।"