হরতালের প্রভাবে সড়কে যাত্রী ও পণ্য পরিবহনের ক্ষতি ৩০ কোটি টাকা
হেফাজতে ইসলামের ডাকা সকাল সন্ধ্যা হরতালে সারা দেশে সড়কপথে প্রায় ৩০ ভাগ গণ ও পণ্য পরিবহন চলাচল বন্ধ ছিল। চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে যায়নি ২টি কন্টেইনার ও ১ টি তেলবাহী ট্রেন। এতে সড়কপথের পরিবহন মালিকদের প্রায় ৩০ কোটি টাকা এবং রেলওয়ের ৮ লাখ ৫৬ হাজার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির তথ্য মতে, সারাদেশে প্রায় সাড়ে তিন লাখ যানবাহন যাত্রী ও পণ্য পরিবহন চলাচল করে। এর মধ্যে প্রায় যাত্রী পরিবহনে ৬০ হাজার এবং বাকিগুলো পণ্য পরিবহনে নিয়োজিত।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি পণ্য পরিবহন ডিভিশনের সদস্য সচিব আবদুল মান্নান বলেন, হরতালের কারণে সারা দেশে প্রায় ১ লাখ ট্রাক, কাভার্ডভ্যান এবং ২০ হাজার বাস চলাচল করেনি। প্রতিটি বাস গড়ে ৫ হাজার টাকা হিসেবে ২০ হাজার বাস না চলায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে গণ পরিবহনে।
অন্যদিকে প্রতিটি ট্রাক-কাভার্ডভ্যানে ২ হাজার টাকা হিসেবে ১ লাখ পণ্য পরিবহনে ক্ষতি হয়েছে ২০ কোটি টাকা।
তিনি বলেন, চট্টগ্রাম- খাগড়াছড়ি এবং চট্টগ্রাম-কক্সবাজার সড়কে অবরোধের কারণে সেখানে পরিবহন চলাচল বন্ধ রয়েছে। অন্যান্য রুটে শ্রমিকরা নিরাপত্তা জনিত কারনে সড়কে গাড়ি নিয়ে বের হয়নি।
এদিকে হরতালের কারণে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য ও তেলবাহী ৩ টি ট্রেনের যাত্রা বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। রবিবার সকাল ১০ টার দিকে ৬৪ টিইউ'স (টুয়েন্টি ফিট ইকুয়েভিলেন্ট ইউনিট) কন্টেইনার নিয়ে ঢাকা কমলাপুর আইসিডি'র উদ্দেশ্যে ছেড়ে যায়।
এরপর বিকাল ৫ টায়, রাত সাড়ে ১০ টায় ঢাকা আইসিডিগামী ২ টি কন্টেইনারবাহী ট্রেন এবং রাত সাড়ে ১১ টায় সিলেটগামী তেলবাহী ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। রেলওয়ের সিজিপিওয়াই (চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড) এর প্রধান ইয়ার্ড মাস্টার আবদুল মালেক এসব তথ্য জানিয়েছেন।
রেলওয়ে সূত্র জানিয়েছে, হরতালের কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় হওয়ায় দুটি কন্টেইনারবাহী ট্রেনে ২ লাখ ৫৬ হাজার এবং তেলবাহী ট্রেনে ৬ লাখ টাকা সহ মোট ৮ লাখ ৫৬ হাজার টাকা ক্ষতি হয়েছে।
এদিকে হরতালের কারনে চট্টগ্রাম বন্দরে পণ্য উঠানামা স্বাভাবিক থাকলেও আইসিডিগুলোতে খালি কন্টেইনার পরিবহন প্রায় অর্ধেকে নেমে এসেছে।
বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো'স এসোসিয়েশনের (বিকডা) সেক্রেটারি জেনারেল রুহুল আমিন শিকদার জানান, দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন প্রায় ৭-৮ শতাধিক খালি কন্টেইনার চট্টগ্রামের ১৯ টি আইসিডিতে (ইনল্যান্ড কন্টেইনার ডিপো) আসে। হরতালের কারণে আইসিডিগুলোতে কন্টেইনার এসেছে প্রায় অর্ধেক।
প্রতিদিন ১৯ টি আইসিডি (ইনল্যান্ড কন্টেইনার ডিপো) থেকে ১৮০০ টিউজ (টুয়েন্টি ফিট ইকুয়িভিলেন্ট ইউনিট) কন্টেইনার রপ্তানির পণ্য জাহাজীকরণের উদ্দেশ্যে বন্দরে পাঠানো হয়। ডিপোগুলোতে খালি কন্টেইনার মজুদ থাকায় পণ্য জাহাজীকরণে কোন প্রভাব পড়েনি।
বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশেনের চেয়ারম্যান আহসানুল হক চৌধুরী জানিয়েছেন বন্দরে পণ্য জাহাজীকরণ স্বাভাবিক রয়েছে।