হালদার খালে ভেসে এলো মৃত ডলফিন
দেশে কার্পজাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজননক্ষেত্র হালদা নদীর চানখালী খালে একটি মৃত ডলফিন পাওয়া গেছে। চলতি বছরে হালদায় এটিই প্রথম ডলফিনের মৃত্যু।
মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ওই খাল থেকে মৃত ডলফিনটি উদ্ধার করে মাটি চাপা দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন।
তিনি বলেন, 'স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে চানখালী ব্রিজের নিচে খালে ভাসমান মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। আমরা হালদা রিভার রিচার্স ল্যাবরেটরির পরামর্শ অনুযায়ী ডলফিনটির শরীরের ছবি তুলে আপাতত মাটিচাপা দিয়েছি।'
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিচার্স ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, "প্রায় সাড়ে ৭ ফুট দীর্ঘ মৃত ডলফিনটির ওজন প্রায় ১২০ কেজি। স্থানীয়রা এর শরীরে জখমের কোনো চিহ্ন দেখেননি বলে জানিয়েছেন। এজন্য ধারণা করা হচ্ছে বয়স পরিপূর্ণ হওয়ায় ডলফিনটির স্বাভাবিক মৃত্যু হয়েছে। এরপরও প্রয়োজনে ময়নাতদন্ত করা হবে।"
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে বিচরণ আছে অতি বিপন্ন জলজ প্রাণী গাঙ্গেয় ডলফিনের। কিন্তু মানুষ সৃষ্ট বিপর্যয় ও লবনাক্ততার কারণে মা মাছের পাশাপাশি ডলফিনের আবাসস্থল এখন চরম হুমকির মুখে পড়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) গাঙ্গেয় ডলফিনকে বিপন্ন হিসেবে লাল তালিকায় রেখেছে।
অধ্যাপক মঞ্জুরুল কিবরীয়া জানান, ভারতের গঙ্গা নদীর পর শুধুমাত্র হালদা ও কর্নফূলি নদীতেই এই প্রজাতীর গাঙ্গেয় ডলফিনের দেখা মেলে। কয়েকশ বছর ধরে নিজেদের পরিবেশে থেকে এই ডলফিনটি নিজস্ব বৈশিষ্ট্য ধারণ করেছে। কিন্তু একসময় হালদায় ১৬৭ টি ডলফিন থাকলেও বর্তমানে এ সংখ্যা ১২৬। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে গত সাড়ে তিন বছরে এই নদীতে মারা গেছে ২৯টি ডলফিন।