হেফাজতে ইসলামের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা
দেশজুড়ে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বিতর্কিত হেফাজতে ইসলাম বাংলাদেশের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন সংগঠনটির বর্তমান আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। রোববার রাত ১১ টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।
'আল্লামা জুনায়েদ বাবুনগরী' নামে একটি ফেসবুক পেজে ১ মিনিট ২৮ সেকেন্ডের ওই ভিডিও বার্তায় জুনায়েদ বাবুনগরী বলেন, 'প্রিয় দেশবাসী, হেফাজতে ইসলাম বাংলাদেশের নেত্রীবৃন্দ, তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন, দ্বীনি সংগঠন, ইমান আকিদার সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশে কেন্দ্রীয় কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হলো।'
'কেন্দ্রীয় কমিটির কিছু গুরুত্বপুর্ণ সদস্যদের পরামর্শ ক্রমে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। ইনশাল্লাহ আগামীতে আহ্বায়ক কমিটির মাধ্যমে আবার হেফাজতে ইসলামের কার্যক্রম শুরু হবে।'
প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমনকে কেন্দ্র করে গত মার্চের ২৫, ২৬ ও ২৭ তারিখ দেশজুড়ে যে সহিংস ঘটনা ঘটেছে, অন্তত ২১ জন মানুষের প্রাণহানি হয়েছে বলে গণমাধ্যমের খবর। এসব নাশকতার পেছনে জড়িত থাকার অভিযোগে মাওলানা জুনায়েদ বাবুনগরী ও নুরুল ইসলাম জিহাদীর নেতৃত্বাধীন হেফাজতে ইসলামের বর্তমান কমিটির অন্তত এক ডজন নেতা গ্রেফতার রয়েছেন। একই সঙ্গে সব নাশকতার পেছনে জড়িত না থাকা ও বিচারের দাবিতে হেফাজতে ইসলাম থেকে ইতোমধ্যে কয়েকজন দায়িত্বশীল আলেম পদত্যাগ করেছেন। এই পরিস্থিতিতে সংগঠনটি অরাজনৈতিক আলেমদেরকে নিয়ে নতুন করে হেফাজতকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে।