হেফাজত তাণ্ডব: গ্রেপ্তারের সংখ্যা সাড়ে চারশ ছাড়িয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তারকৃতের সংখ্যা সাড়ে ৪শ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হেফাজতের আরও ছয়জন কর্মী-সমর্থককে গ্রেপ্তার করার কথা জানিয়েছে জেলা পুলিশ। ফলে তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা ৪৫৪ জনে দাঁড়িয়েছে।
রোববার (৯ মে) সকালে জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের পাশাপাশি তাণ্ডবের ছবি ও ভিডিওচিত্র দেখে জড়িতদের শানাক্ত করা হচ্ছে।
নতুন গ্রেপ্তারকৃতদেরকেও একইভাবে শনাক্ত করা হয়েছে। হেফাজতের তাণ্ডবের ঘটনায় মোট ৫৫টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি ও সরাইল থানায় দায়ের হওয়া দুইটি মামলায় এজহারনামীয় আসামি করা হয় ৪১৪ জনকে, মামলাগুলোর অজ্ঞাতনামা আসামির সংখ্যা ৩৫ হাজারেরও বেশি।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। তারা সরকারি-বেসরকারি বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।