১০ দিনের রিমান্ডে রিজেন্ট গ্রুপ চেয়ারম্যান সাহেদ
করোনাভাইরাস মহামারির মধ্যে চিকিৎসার নামে প্রতারণা আর জালিয়াতির মামলায় গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ও এমডি মাসুদ পারভেজকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসীম মামলার শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার শফিকুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতারণার মামলায় কয়েকদিন পালিয়ে বেড়ানোর পর গতকাল বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারের পর সাহেদকে হেলিকপ্টারে করে সাতক্ষীরা থেকে ঢাকায় নিয়ে আসা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন এলাকায় প্রতারণার অভিযোগে তার নামে অন্তত ৫৫টি মামলা আছে।