১১ আগস্ট থেকে মার্কেট খোলা থাকবে দৈনিক ১০ ঘণ্টা
সরকার কোভিড-১৯ লকডাউনের বিধি-নিষেধ শিথিল করার ঘোষণা দেওয়ায় আগামী ১১ আগস্ট থেকে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিং মল ও মার্কেট খোলা থাকবে।
মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে আজ এ তথ্য জানানো হয়েছে।
১১ আগস্ট থেকে গণপরিবহন চলাচলের অনুমতিও দিয়েছে সরকার। এ সময়ে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে চলবে সব ধরনের গণপরিবহন। তবে সড়ক পথে স্বাভাবিকের চেয়ে অর্ধেক গাড়ি চলবে।
এছাড়া, খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় অর্ধেক আসন খালি রেখে সকাল ০৮.০০টা থেকে রাত ১০.০০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
সকল ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে বলেও উল্লেখ করা হয় ওই প্রজ্ঞাপনে।