১৮ মার্চ থেকে শুরু হবে একুশে বইমেলা: বাংলা একাডেমি মহাপরিচালক
সব জল্পনা-কল্পনার অবসান করে অবশেষে আগামী ১৮ মার্চ থেকে শুরু হতে চলেছে ২০২১ সনের অমর একুশে বইমেলা।
প্রচলিত নিয়মেই বাংলা একাডেমি প্রাঙ্গনে এবছরের বইমেলা অনুষ্ঠিত হবে বলে আজ সোমবার (২৫ জানিয়ারই) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী।
মহাপরিচালক বলেন, 'আজ আমরা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমতি পেয়েছি। এপ্রেক্ষিতে আগামী ১৮ মার্চ থেকে মেলা শুরু হবে।" রমজানের আগেই মেলা শেষ করা হবে, বলেও তিনি যোগ করেন।
ঐতিহ্য অনুসারে প্রতিবছর ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে রাজধানীর বাংলা একাডেমির প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশে মেলা অনুষ্ঠিত হতো।
কিন্তু, বিশ্বব্যাপী চলমান কোভিড-১৯ মহামারির কারণে চলতি বছরে মেলা অনুষ্ঠানের সময় ও প্রস্তুতিতে অন্যান্য বছরের চাইতে অনেকটা ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে।
ইতোপূর্বে, মারাত্মক সংক্রামক করোনাভাইরাসের বিস্তার রোধে কর্তৃপক্ষ অনলাইন বই মেলার আয়োজন করবেন বলেও জানা গিয়েছিল। তবে প্রকাশকদের অনিচ্ছা এবং অন্যান্য কিছু সমস্যার কারণে সে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
এরপর, কিছুটা দেরি করে প্রচলিত উপায়েই বই মেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেন বাংলা একাডেমি কর্তৃপক্ষ।