২০ টাকা ভাড়া বাড়িয়ে লঞ্চ চালাবেন মালিকরা
সড়ক পরিবহন বন্ধ থাকলেও নৌপথে যাত্রী পরিবহন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন লঞ্চ মালিকরা। তবে এক্ষেত্রে তারা ভাড়া কিছুটা বাড়াবেন।
১০০ কিলোমিটারের কম পথে চলাচলকৃত লঞ্চগুলো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ২০ টাকা ও এর চেয়ে দূরের পথ পাড়ি দেয়া লঞ্চ অতিরিক্ত ১০ টাকা আদায় করবে।
তবে অতিরিক্ত ভাড়া জোর করে নয়, বরং সমঝোতার মাধ্যমে নেবে লঞ্চগুলো।
শুক্রবার বিকেলে লঞ্চ মালিকদের এক বৈঠক শেষে এসব কথা জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থা (বিআইডব্লিউপিসিএ)-র সহ-সভাপতি বদিউজ্জামান বাদল।
তিনি বলেন, সাময়িকভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৮ তারিখ বিআইডব্লিউটিএ-র এর সঙ্গে বৈঠকের পর লঞ্চের ভাড়া চূড়ান্ত হবে।