‘আমি একজন সেলসম্যান’ বইয়ের মোড়ক উন্মোচন
চট্টগ্রামের একুশে বইমেলায় ‘আমি একজন সেলসম্যান’ বইয়ের মোড়ক বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উন্মোচন হয়েছে।
বইটি লিখেছেন তরুণ করপোরেট ব্যক্তিত্ব, মোটিভেশনাল স্পিকার ও আবাসন ব্যবসা প্রতিষ্ঠান র্যাংকস এফসি প্রপার্টিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানভীর শাহরিয়ার রিমন।
উন্মোচন অনুষ্ঠানে তানভীর শাহরিয়ার রিমন বলেন, এই বইয়ে সেলসম্যানদের জীবনের গল্প উঠে এসেছে।
‘যারা বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রয় বিভাগে কর্মরত আছেন, তারা এই বইয়ে নিজেদের খুঁজে পাবেন। এ ছাড়া এই পেশায় যারা আসতে চাচ্ছেন তারাও জানতে পারবেন বিক্রয় বিভাগের কাজের পরিধি।’ বলেন তরুণ লেখক তানভীর শাহরিয়ার।
বইটি লেখার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, অনেক প্রতিষ্ঠান মালিক বিক্রয় বিভাগের কর্মীদের বুঝার চেষ্টা করেন না। কিন্তু এই বিভাগটা একটি প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখে। তাই প্রতিষ্ঠান মালিকরা যেন এই বিভাগ সম্পর্কে আরও ধারণা পান সেই উদ্দেশ্যে বইটি লেখা।’
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কর বিভাগের কমিশনার কবি বাদল সৈয়দ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার বিজয় বসাক, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের সভাপতি আবু তৈয়ব, পূবালী ব্যাংকের পরিচালক এবং র্যাংকস এফসির ব্যবস্থাপনা পরিচালক ফাহিম ফারুক চৌধুরী, সানশাইন গ্রামার স্কুলের প্রতিষ্ঠাতা সাফিয়া গাজী রহমান, বারকোডের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল হক, আলভিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুদ্দিন সৈকত, চট্টগ্রামের দৈনিক আজাদীর নির্বাহী পরিচালক শিহাব মালেক, রোটারি ক্লাবের ডিজি এনডি রুহেলা খান প্রমুখ।