‘উন্নত চিকিৎসার’ জন্য খালেদার নিঃশর্ত মুক্তি দাবি পরিবারের
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘খুবই খারাপ’ উল্লেখ করে ‘উন্নত চিকিৎসার’ জন্য দ্রুতই তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এসে সাংবাদিকদের কাছে এ দাবির কথা জানান তার সেজ বোন সেলিমা ইসলাম।
তিনি বলেন, ‘জামিন ছাড়া তার উন্নত চিকিৎসা সম্ভব নয়। সরকারকে বলছি ওনার বয়স, শারীরিক অবস্থা বিবেচনা করে মুক্তি দেওয়া উচিত। সরকারের কাছে এটাই আবেদন করছি, তার নিঃশর্ত মুক্তি দেওয়া হোক।’
খালেদার শারীরিক অবস্থা বর্ণনা করে তিনি বলেন, ‘তার শরীর খুবই খারাপ। তিনি শ্বাসকষ্টে ভুগছেন, কথাই বলতে পারছেন না। উঠে দাঁড়াতে পারেন না। বাম হাত তো সম্পূর্ণভাবে বেঁকে গেছে। এখন ডান হাতটাও বেঁকে যাচ্ছে। খেলে বমি হচ্ছে। জ্বর আছে, গায়ে প্রচণ্ড ব্যথা। গায়ে হাত দিলেই চিৎকার করছে। মানবিক দিক চিন্তা করে ওনার মুক্তি দাবি করছি আমরা। ওনার শরীর এত খারাপ যে এই মুহূর্তে ওনার উন্নত চিকিৎসা দেওয়া না হলে কী হবে তা আমরা বলতে পারছি না।’
সেলিমা ইসলাম বলেন, ‘আমাদের আবেদন তাকে মুক্তি দেয়া হোক। অন্তত উন্নত চিকিৎসাটুকু করতে পারি যেন-এটাই আমাদের একমাত্র আবেদন।’
পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন সরকারের কাছে করা হয়েছে কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা এখনো আবেদন কারো কাছে করিনি। কিন্তু আমরা জাতির কাছে, দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছি, আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন এবং উনার মুক্তি যেন হয় সেই চেষ্টা আপনারাই করেন।’
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া পরিবারের অন্য সদস্যরা হলেন তার ছোট ভাই শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা, ছেলে অভিক ইস্কান্দার, তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের বড় বোন শাহিনা জামান খান ও আরাফাত রহমান কোকোর শাশুড়ি ফাতেমা রেজা।