‘ক্যাসিনো’ চালানোর দায়ে যুবলীগ নেতা খালিদ গ্রেপ্তার
রাজধানীর গুলশান এলাকা থেকে বুধবার (১৮ সেপ্টেম্বর) অবৈধভাবে ‘ক্যাসিনো’ চালানোর দায়ে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
এ সময় তার কাছ থেকে গুলি ও একটি অবৈধসহ তিনটি আগ্নেয়াস্ত্র এবং ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার খালিদ মাহমুদ ভূঁইয়া ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি নগরীর ফকিরাপুলের ইয়ংম্যান’স ক্লাবেরও প্রেসিডেন্ট।
র্যাবের ভ্রাম্যমাণ আদালত একটি ক্যাসিনোতে অভিযান চালিয়ে ১৪২ জনকে আটক করার পর খালিদকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে র্যাব-১ এর পরিচালক (আইন ও গণমাধ্যম) লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেম বলেন, র্যাব সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খালিদকে গ্রেপ্তার করে।
তিনি বলেন, অভিযানের সময় র্যাব সদস্যরা গুলিভরা একটি আগ্নেয়াস্ত্রসহ ইয়াবা উদ্ধার করে।
আগ্নেয়াস্ত্র নিবন্ধন আইন ভঙ্গ করায় এ সময় আরও দুটি নিবন্ধিত আগ্নেয়াস্ত্র জব্দ করা হয় বলে জানান সারওয়ার।
তিনি বলেন, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত ক্যাসিনোতে অভিযান চালিয়ে ১৪২ জনকে আটক করে।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুয়ায়ী নগরীতে প্রায় ৬০টি ক্যাসিনো রয়েছে।
নগরীর সেগুনবাগিচা, মতিঝিল, ফকিরাপুল, দিলকুশা, ব্যাংক কলোনি, আরামবাগ, নয়পল্টন, কাকরাইল, গুলিস্থান, ওসমানী উদ্যান, বঙ্গবাজার, গুলশান রিংক রোড, উত্তরা, নিউ মার্কেট এবং কলাবাগান এলাকাতে অবস্থিত এসব ক্যাসিনোগুলোতে নিয়মিত জুয়ার আসর বসে।