‘মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে আমরা রাজাকারের তালিকা দেইনি’
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে রাজাকার, আলবদর ও আলশামসের কোনো তালিকা দেননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেছেন, তাদের দেওয়া তালিকাটি ছিল দালাল আইনের অভিযুক্তদের তালিকা।
বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, এটি কোনো রাজাকারের তালিকা নয়, আল বদর, আল শামসের তালিকা নয়। দালাল আইনে অভিযুক্তদের তালিকা এটি। নোট দেওয়া সত্ত্বেও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সবার নাম প্রকাশ করায় এর পুরো দায় ওই মন্ত্রণালয়ের বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মুক্তিযোদ্ধাদের নাম ওই তালিকায় কীভাবে ঢুকেছে সেটিও যাচাই করা হবে বলে জানান মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল।
একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা এবং স্বদেশী বাঙ্গালীদের ওপর নির্মম নির্যাতন চালানো ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের নাম গত ১৫ ডিসেম্বর প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
তবে ওই তালিকায় কয়েকজন মুক্তিযোদ্ধার নাম ঢুকে পড়ায় তা নিয়ে দেশব্যাপী সমালোচনা শুরু হয়। সমালোচনার মধ্যেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় একে অন্যের ওপর দোষ চাপানো শুরু করে।
বুধবার বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক ওই তালিকা স্থগিতের ঘোষণা দেন। তিনি জানান, যাচাই-বাছাই শেষে আগামী ২৬ মার্চ এই তালিকা পুনরায় প্রকাশ করা হবে।