দাবি পূরণ না হলে ধর্মঘটের হুমকি চট্টগ্রামের পরিবহন শ্রমিকদের
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, আগুনে দগ্ধ হয়ে নিহত, আহত এবং নিখোঁজ ব্যক্তি ও ট্রাক শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানসহ ১১ দফা দাবিতে বৃহত্তর চট্টগ্রামে আগামী ২৪ জুলাই ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
রোববার বিআরটিসি মার্কেটে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে আয়োজিত এক সভায় এ পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা বলেন, "বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ আমাদের বেশকিছু দাবি রয়েছে।"
"দাবিগুলো যদি মেনে নেওয়া না হয় তাহলে আগামী ২৪ জুলাই সকাল ৬টা থেকে ২৫ জুলাই সকাল ৬টা পর্যন্ত বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলায় ২৪ ঘণ্টার সড়ক পরিবহন শ্রমিক ধর্মঘটে অংশগ্রহণের জন্য পরিবহন শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।"
আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি এবং বাংলাদেশ ট্রাক চালক-শ্রমিক ফেডারেশন এর হিসাবে, বিস্ফোরণে ডিপোতে থাকা ১৬টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আটটি সম্পূর্ণ পুড়ে গেছে। বাকিগুলোর কেবিন ও কন্টেইনার পুড়েছে।
সবমিলিয়ে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ সাড়ে চার কোটি টাকা। এছাড়া বিস্ফোরণে বেশ কয়েকজন চালক ও হেলপার নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে।