মিরসরাই দুর্ঘটনা: মারা গেছেন আরেক শিক্ষার্থী তাসমির
চট্টগ্রামের মিরসরাইয়ে রেল ও মাইক্রোবাস দুর্ঘটনায় গুরুতর আহত তাসমির হাসান হৃদয় (১৮) মারা গেছেন। শনিবার (৬ আগস্ট) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত তাসমির হাসান হৃদয় উপজেলার চিকনদন্ডী আমানবাজার এলাকার মৃত মো: পারভেজের সন্তান।
চমেক হাসপাতাল নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. আবু নোমান খালেদ চৌধুরীর টিবিএসকে বলেন, দুর্ঘটনার পর তাসমির ও আয়াত পলিট্রমায় চলে যায়।
তবে তাসমিরের জ্ঞান ফিরেছিলো। অবস্থার কিছুটা উন্নতি হলেও পরে খারাপ হয়ে যায়। পরে রাতে আইসিইউতে মারা যান।
এর আগে, শুক্রবার দুপুরে দেড়টার দিকে একই মেডিকেলের আইসিইউতে মারা যান আহত আয়াতুল ইসলাম আয়াত। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়াল।
গত ২৯ জুলাই আরএন্ডজে প্রাইভেট কেয়ার কোচিং সেন্টার থেকে মিরসরাই খইয়াছড়া ঝর্ণায় ঘুরতে গিয়ে ফেরার পথে দুর্ঘটনায় পড়েন ওই কোচিং সেন্টারের ছাত্র-শিক্ষকরা। খইয়াছড়া এলাকায় রেলক্রসিংয়ে তাদের বহনকারী মাইক্রোবাসে ধাক্কা দিয়েেএক কিলোমিটার নিয়ে যায় চট্টগ্রাম শহরগামী মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেন।
এতে ঘটনাস্থলেই নিহত হন ৪ শিক্ষক, ৬ শিক্ষার্থী ও মাইক্রোবাস চালক। দুর্ঘটনায় ১ জন অক্ষত ও ৬ আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।