লঞ্চভাড়া বাড়ছে ৩০ শতাংশ
সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের দামবৃদ্ধির কারণে নৌযানের ভাড়া ৩০% বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) থেকে এই ভাড়া কার্যকর হবে বলে নৌপরিবহন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আজ বলা হয়।
এতে বলা হয়, জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা থেকে ৮ টাকা বৃদ্ধি করে ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রীভাড়া ২.৩০ টাকা হতে ০.৭০ টাকা বৃদ্ধি করে ৩ টাকা এবং প্রতি ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা দেয় সরকার। এই মূল্যবৃদ্ধির হার গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ।
নতুন মূল্যে প্রতি লিটারে ডিজেল ও কেরোসিনের দাম ৩৪ টাকা বাড়ানো হয়। অর্থাৎ আগের মূল্য ৮০ টাকার বদলে এখন এ জ্বালানিগুলো কিনতে ক্রেতাকে গুনতে হবে ১১৪ টাকা। অন্যদিকে অকটেন ও পেট্রোল লিটারপ্রতি ৪৬ ও ৪৪ টাকা বাড়িয়ে যথাক্রমে ১৩৫ টাকা ও ১৩০ করা হয়।
এ প্রেক্ষিতে গত ৭ আগস্ট বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) লঞ্চ ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব জানিয়ে চিঠি পাঠায় বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি।
চিঠিতে বলা হয়, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে লঞ্চ পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। তাই এ পরিস্থিতিতে যাত্রীভাড়া বাড়ানো প্রয়োজন।