লঞ্চ ভাড়া দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব নাকচ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মুখে লঞ্চ মালিকদের লঞ্চ ভাড়া দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব নাকচ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, "আমরা একটি কমিটি গঠন করে পরিস্থিতি পর্যালোচনা করে আজ বিকেলের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছি"।
নতুন ভাড়ার বিষয়ে মন্ত্রণালয় আগামী ১০আগস্ট একটি গেজেট জারি করবে বলে জানান তিনি।
গতকাল (৭ আগস্ট) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) পাঠানো এক চিঠিতে প্রথম ১০০ কিলোমিটারের জন্য লঞ্চ ভাড়া প্রতি কিলোমিটারে ২.৩ টাকা থেকে বাড়িয়ে ৪.৬ টাকা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ২ টাকা থেকে বাড়িয়ে ৪ টাকা করার প্রস্তাব দেয় লঞ্চ মালিকরা।
লঞ্চ মালিকদের পাঠানো চিঠিতে বলা হয়, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে লঞ্চ পরিচালনা করা মালিকদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় লঞ্চের ভাড়া বাড়ানো বাধ্যতামূলক।
গত ৫ আগস্ট জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা দেয় সরকার। এই মূল্যবৃদ্ধির হার গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ।
নতুন মূল্যে প্রতি লিটারে ডিজেল ও কেরোসিনের দাম ৩৪ টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ আগের মূল্য ৮০ টাকার বদলে এখন এ জ্বালানিগুলো কিনতে ক্রেতাকে গুণতে হবে ১১৪ টাকা। অন্যদিকে অকটেন ও পেট্রোল লিটারপ্রতি ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে।
এর আগে ২০০৮ সালের ২৭ অক্টোবর ডিজেলের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ছিল কেবল ৩৭.৫ শতাংশ। কিন্তু এবার ডিজেলের দাম বেড়েছে ৪২.৫ শতাংশ এবং অক্টেনের ৫১.৬ শতাংশ।
এর আগে সর্বশেষ গত বছরের নভেম্বরে সরকার ডিজেলের দাম ২৩.৮ শতাংশ বাড়িয়েছিল।