ভোলায় নতুন গ্যাসকূপ খনন করবে রাশিয়ার গ্যাজপ্রম
রাশিয়ার বহুজাতিক জ্বালানি সংস্থা গ্যাজপ্রমকে দ্বীপ জেলা ভোলায় নতুন গ্যাসকূপ খননের দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) ডিসেম্বরের মধ্যে চারটি নতুন কূপ খননের পরিকল্পনা করেছে। তাই গ্যাজপ্রম কয়েকদিনের মধ্যেই প্রকল্পের কাজ শুরু করবে।
শুক্রবার (১৯ আগস্ট) বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, জ্বালানি সচিব মাহবুব হোসেন ও পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান এ কাজের উদ্বোধন করবেন।
এর আগে ২০১২ সালে গ্যাজপ্রমকে কোনো টেন্ডার ছাড়াই দেশে ১০টি গ্যাসকূপ খননের কাজ দেওয়া হয়েছিল। সেই অভিজ্ঞতা মোটেই ভালো ছিল না।
প্রথম পর্যায়ে গ্যাজপ্রমের খনন করা পাঁচটি গ্যাসকূপই (তিতাস-২০, তিতাস-২১, সেমুতাং-৬, বেগমগঞ্জ-৩ ও শাহবাজপুর-৪) বালু ও পানি উঠে বন্ধ হয়ে যায়।
পরে বাপেক্সকে ওই কূপগুলো মেরামত করে গ্যাস তোলার উপযোগী করতে হয়।
এছাড়াও এর আগে প্রতিটি কূপ খননের জন্য গ্যাজপ্রমকে গড়ে প্রায় ১৫০ কোটি টাকা দেওয়া হয়েছিল, যেখানে বাপেক্স প্রতি কূপের জন্য সর্বোচ্চ ৬০ থেকে ৮০ কোটি টাকা ব্যয় করে।
তাছাড়া যৌথ অংশীদারত্বের ভিত্তিতে গ্যাস উত্তোলন করা হলে বাপেক্স ও গ্যাজপ্রমের মধ্যে গ্যাস ভাগাভাগি হবে।
সেক্ষেত্রে সরকারকে গ্যাজপ্রমের কাছ থেকে গ্যাসের বড় একটা অংশ বেশি দামে কিনতে হবে।
গ্যাসে আমদানিনির্ভরতা কমাতে সংস্কারের মাধ্যমে আগামী জুনের মধ্যে ১০টি কূপের উৎপাদনক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করেছে সরকার।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আশা করছে এই পদক্ষেপ গ্যাসের দৈনিক উৎপাদন ২০০ মিলিয়ন ঘনফুট বাড়াতে সাহায্য করবে।