রেল লাইন অবরোধ চা শ্রমিকদের, ট্রেন চলাচল বন্ধ
৩০০ টাকা মজুরির দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় রেল লাইন অবরোধ করেছে চা শ্রমিকরা। সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ আছে এখন।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় কুলাউড়ার স্কুল চৌমহনী রেল লাইন অবরোধ করেন চা শ্রমিকরা। সে সময় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন সিলেট দিকে আসছিলে। অবরোধের কারণে আটকা পরে ট্রেনটি।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
অবরোধে অংশ নেওয়া চা শ্রমিক শুভ মুন্ডা বলেন, এতোদিন ধরে আমরা ধর্মঘট করছি কিন্তু আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। তাই আজ আবার রেলপথ অবরোধ করেছি।
দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকায় উন্নীত করার দাবিতে চলতি মাসের শুরু থেকেই আন্দোলনে নামেন দেশের ১৬৬ চা বাগানে কর্মরত দেড় লক্ষাধিক শ্রমিক।
৯ আগস্ট থেকে ৪ দিন ২ ঘণ্টা করে কর্মবিরতি করেন তারা। এরপর ১৩ আগস্ট থেকে পূর্ণ দিবস কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। এর মধ্যে কয়েক দফা বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। আন্দোলনরত শ্রমিকরা কয়েকদিন ঢাকা-সিলেট মহাসড়কও অবরোধ করেন।
এর আগে গতকাল প্রধামন্ত্রীর আশ্বাসে চা শ্রমিক ইউনিয়নের নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও সোমবার বেশিরভাগ বাগানের শ্রমিকরা কাজে যোগ দেননি।