ডেসটিনি গ্রুপের সভাপতির জামিন বহাল রাখলেন চেম্বার জজ
দুর্নীতি মামলায় ডেসটিনি গ্রুপের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদকে ছয় মাসের জামিন দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
আইনজীবী রবিউল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, জামিন স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
এর আগে এদিন হারুনের জামিনে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুদক।
৩০ আগস্ট গ্রাহকদের বিনিয়োগকৃত অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক এই সেনাপ্রধানকে চার বছরের কারাদণ্ড দেওয়া একটি মামলায় হারুন-অর-রশিদকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট।
চলতি বছরের ১২ মে ডেসটিনি গ্রাহকদের ১ হাজার ৮৬১ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক সেনাপ্রধানকে চার বছরের কারাদণ্ড এবং ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
মামলায় আরও ৪৪ আসামিকে পাঁচ থেকে নয় বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
পরে হারুন-অর-রশিদ বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল ও জামিন আবেদন করেন।