তেজগাঁওয়ে বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত
ঘটনাস্থল থেকে আহত অবস্থায় প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় আলী হোসেনকে। এরপর সেখান থেকে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজধানীর তেজগাঁও বিজি প্রেসের সামনে বাসের ধাক্কায় আলী হোসেন (১৭) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া টিবিএসকে বলেন, ঘটনাস্থল থেকে আহত অবস্থায় প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় আলী হোসেনকে। এরপর সেখান থেকে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার জানিয়েছেন, ঘটনার তদন্তে তাদের একটি টিম কাজ করছে।