চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নতুন আইজিপি
বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বর্তমান মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমান পুলিশপ্রধান বেনজীর আহমেদ অবসরে যাওয়ার পর ৩০ সেপ্টেম্বর আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
আর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এম খুরশীদ হোসেনকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।