বাহারুল আলম নতুন আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন
আনুষ্ঠানিকভাবে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন বাহারুল আলম। পুলিশ সদর দপ্তরের মিডিয়া উইং থেকে জানানো হয়, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
এদিকে, সাবেক আইজিপি মো. ময়নুল ইসলামকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে আইজিপি পদ থেকে অপসারণ করে।
গতকাল বুধবার (২০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাহারুল আলমকে আইজিপি করে নিয়োগ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে বাহারুল আলম পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত তিনি জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা বিভাগে পুলিশ লিয়াজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে তিনি আফগানিস্তানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সিনিয়র পুলিশ পরামর্শক হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে তিনি ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো এবং সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন। দুটি পদোন্নতি থেকে বঞ্চিত হওয়ার পর তিনি ২০২০ সালে চাকরি থেকে অবসর নেন।
আইজিপি হিসেবে তার নিয়োগের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা পুলিশ প্রধান হিসেবে নিয়োগ পেলেন।