অবসরের পর পুলিশি নিরাপত্তা পাবেন বেনজীর আহমেদ
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/09/29/igp_benazir.jpg)
৩০ সেপ্টেম্বর অবসরে যাওয়ার পর পুলিশি নিরাপত্তা পাবেন পুলিশের বিদায়ী মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের গাড়িসহ সাদা পোশাকের ছয়জন পুলিশ সদস্যের একটি দল বেনজীর আহমেদের নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি দুই সশস্ত্র দেহরক্ষীর সুরক্ষাও পাবেন।
এছাড়া বেনজীরের বাসায় তিনজন পাহারাদার থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদ থেকে ড. বেনজীর আহমেদের অবসরের বিষয়ে সরকার ২২ সেপ্টেম্বর একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করে।
বেনজীর আহমেদ ৩০ সেপ্টেম্বর অবসরের বয়স পূর্ণ হওয়ার কারণে এই পদক্ষেপ নেওইয়া হয়েছে।
সরকারি নিয়ম অনুযায়ী, একজন কর্মকর্তা ৬০ বছর বয়সে অবসর-পরবর্তী ছুটিতে (পিআরএল) যান।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক মহাপরিচালক (ডিজি) বেনজীর ২০২০ সালের ৮ এপ্রিল আইজিপি নিযুক্ত হন।
বেনজীর ১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেন।