খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশের দিনে গণপরিবহন বন্ধ ঘোষণা
খুলনায় বিএনপি'র বিভাগীয় গণসমাবেশের দিনে আন্তঃজেলা গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও খুলনা মটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ সিদ্ধান্ত নেয়।
এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব।
তিনি বলেন, "আগামী ২১ ও ২২ অক্টোবর খুলনা থেকে চলাচলকারী সকল গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। এটা মলিক সমিতি সিদ্ধান্ত নিয়েছে, আমরা তার সাথে একাত্মতা প্রকাশ করেছি।"
এদিকে আগামী ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি। ওই দিন খুলনা শহরের ডাকবাংলা ও ফেরীঘাট মোড়ের মাঝামাঝি সোনালী ব্যাংক চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিএনপি নেতারা দাবী করেছেন তাদের সমাবেশ বানচাল করতে সরকারের চাপে বাস মালিক সমিতি এমন সিদ্ধান্ত নিয়েছে।
খুলনা মহানগরীর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিলটন বলেন, "সমাবেশকে কেন্দ্র করে গণপরিবহন বন্ধ করা হবে, এটা আমরা পূর্বেই ধারণা করেছিলাম। বিষয়টি মাথায় নিয়েই আমরা প্রস্তুতি নিয়েছি।"
"বিভাগের ১০ জেলার নেতাকর্মীদের যেকোনভাবে সমাবেশে আগেভাগে আসতে বলা হয়েছে। নেতাকর্মীরা আগেই এসে খুলনা শহরের হোটেল ও নিকট আত্মীয়দের বাসায় অবস্থান নেবেন," যোগ করেন তিনি।
সরকারের সকল বাধা উপেক্ষা করে গণসমাবেশে সবাই যোগ দেবেন বলে আশাব্যক্ত করেন তিনি।
প্রসঙ্গত, খুলনা থেকে প্রতিদিন গড়ে এক হাজার ২০০টি বাস সারাদেশের ১৮টি রূটে চলাচল করে।