গাইবান্ধায় উপ-নির্বাচন বন্ধের সিদ্ধান্ত বৈধ: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল বলেছেন, গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন বন্ধের সিদ্ধান্ত সঠিক ছিল এবং তা আইন মেনেই করা হয়েছে। সাবেক নির্বাচন কমিশনার ও বিশেষজ্ঞদের বরাত দিয়ে একথা বলেন তিনি।
বুধবার (১৯ অক্টোবর) তিনজন সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ ১৪ বিশেষজ্ঞের সাথে এবিষয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে যোগ দেন, সাবেক তিন সিইসি- আব্দুর রউফ, কে এম নুরুল হুদা, কাজী রকিবুদ্দিন। সাবেক নির্বাচন কমিশনারদের মধ্যে ছিলেন- এম শাখাওয়াত হোসেন, রফিকুল ইসলাম, কবিতা খানম ও মো শাহনেওয়াজসহ অন্যান্যরা।
গত ১২ অক্টোবর ছিল গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচন। এদিন ভোটকেন্দ্রে ব্যাপক অনিয়মের অভিযোগ আসে নির্বাচন কমিশনের কাছে, সিসিটিভি ক্যামেরাতেও ব্যাপক অনিয়ম ধরা পড়ার কথা উল্লেখ করে মাঝপথে ভোট বন্ধ করে দেয় ইসি।