নির্বাচনে প্রার্থী হিসেবে অভিষেক হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধীর
ভারতের বিরোধী দলীয় নেতা– রাহুল গান্ধী তাঁর কেরালার ওয়ানাডের আসনটি ছেড়ে দিচ্ছেন, এই আসনে হবে উপ-নির্বাচন। সেখানে কংগ্রেসের হয়ে লড়বেন তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী। ভারতের জাতীয় নির্বাচনে বিরোধী শিবিরের হয়ে সম্মুখভাগে থেকেই প্রচার চালালেও– এবারই প্রথম ভোটযুদ্ধের প্রার্থিতায় অভিষেক হবে প্রিয়াঙ্কার।
ভারতের লোকসভা নির্বাচনের প্রার্থীদের একাধিক আসন থেকে প্রার্থিতা করার সুযোগ আছে। তবে পার্লামেন্টে তারা কেবল একটি আসনেরই প্রতিনিধিত্ব করতে পারেন।
রাহুল পার্লামেন্টে গান্ধী পরিবারের দুর্গ বলে পরিচিত উত্তর প্রদেশের রায়বেরিলির আসনের প্রতিনিধিত্ব করবেন।
সোমবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নয়াদিল্লির বাসভবনে দলের শীর্ষ নেতৃত্বের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন- সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা, এআইসিসির সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল।
রাহুল গান্ধী এবারের লোকসভা নির্বাচনে রায়বরেলীতে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন। এ আসনে ২০১৯ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন সোনিয়া গান্ধী। তারও আগে রায়বেরিলি থেকে কংগ্রেসের সংসদ সদস্য ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ফলে রায়বেরিলি ধরে রাখার এই সিদ্ধান্ত প্রত্যাশিতই ছিল।
২০১৯ সালের লোকসভা ভোটে উত্তরপ্রদেশের আমেঠি থেকে হেরে গেলেও – কেরালার ওয়েনাডের ভোটাররা জেতান রাহুলকে। এবারও জিতেছেন ওয়ানাডে। তারপরেও রায়বেরিলিতে জেতার পরে সেই ওয়েনাড ছেড়ে দিলেন রাহুল। এ সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না বলেও বৈঠকের পরে জানান রাহুল।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল। ওয়েনাডের মানুষ আমার পাশে দাঁড়িয়েছেন। দলকে সহায়তা করেছেন। কিন্তু একটা আসন ছাড়তেই হবে। সবদিক বিবেচনা করে দল ওয়েনাড ছাড়ার পক্ষে মত দিয়েছে। ঠিক হয়েছে, সেখান থেকে উপনির্বাচনে নির্বাচন করবেন প্রিয়াঙ্কা।'
গত দুটি লোকসভা নির্বাচনে খারাপ ফল করলেও– এবারে প্রত্যাশাতীত সাফল্য পেয়েছে কংগ্রেস এবং বিরোধী দলগুলোর জোট 'ইন্ডিয়া'। এবারের লোকসভায় কংগ্রেস জিতেছে ৯৯টি আসন, আর জোটবদ্ধভাবে আসন সংখ্যা দাঁড়ায় ২৩৪টিতে। এরমধ্যেই কংগ্রেস পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা হিসেবে রাহুল গান্ধীর নাম অনুমোদন করেছে। এখন জোট শরীকদের সম্মতি সাপেক্ষে এক দশক পরে লোকসভায় ফিরতে চলেছে 'বিরোধী দলনেতা' পদ।