বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে চাপে রয়েছে বাংলাদেশ
চলমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে বাংলাদেশ চাপের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত ৭ম সেফকন ২০২২ প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি বলেন, "অনেক উন্নত অর্থনীতিই চলমান এ সংকটের সময়ে নেতিবাচক প্রবৃদ্ধি দেখেছে। কিন্তু বাংলাদেশ এই সংকটের মধ্যেও টিকে আছে। তবে কিছুটা চাপের মধ্যে রয়েছি আমরা।"
"গত ১৪ বছরে যোগাযোগ এবং অন্যান্য অবকাঠামোর সমন্বিত উন্নয়নের ফলেই টিকে থাকা সম্ভব হয়েছে," যোগ করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে কেউ কেউ হতাশ হলেও তিনি হতাশ নন।
তিনি বলেন, "আমি দেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধির ব্যাপারে যথেষ্ট আশাবাদী।"
সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রদর্শনীতে বাংলাদেশে নিরাপদ ও টেকসই নির্মাণ সামগ্রী, নিরাপদ বিদ্যুৎ সমাধান, সৌর ও নবায়নযোগ্য শক্তি, এইচভিএসিআর উপকরণ এবং সুষ্ঠু পানি ব্যবস্থাপনা সম্পর্কিত নানান উপকরণ প্রদর্শন করা হচ্ছে।
আগামী ২২ অক্টোবর পর্যন্ত চলবে এ প্রদর্শনী।