ঘূর্ণিঝড় সিত্রাং: ছেঁড়াদ্বীপে ভেসে এল নাবিকবিহীন জাহাজ
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উত্তাল অবস্থায় রয়েছে সাগর। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। আর এরই মধ্যে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপে ভেসে এসে আটকা পড়ল বিশাল আকৃতির একটি জাহাজ।
সোমবার (২৪ অক্টোবর) দুপুরে ছেঁড়াদ্বীপের পশ্চিমে পাথরে আটকা পড়ে নাবিকবিহীন জাহাজটি।
সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রাজীব বলেন, সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ এলাকায় একটি বার্জ আটকে পড়ে। বার্জটি ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়ো হাওয়া ও তীব্র স্রোতের কারণে আটকা পড়েছে।
'বার্জ হচ্ছে একধরনের নৌযান যা ব্যবহার করে বিভিন্ন কার্গো বা মালামাল পরিবহন করা হয়। এটি টাগবোট বা অন্য ইঞ্জিনচালিত নৌযানের সাহায্যে টেনে নেওয়া হয়,' তিনি ব্যাখ্যা করেন।
লে. রাজীব বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রলিং বার্জটি হয়তো অন্য কোনো জাহাজের সঙ্গে বাঁধা ছিল। কোনো না কোনো কারণে এটি ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীসময়ে এটি ভেসে এসে ছেঁড়াদ্বীপে আটকা পড়ে। তবে এ ব্যাপারে তথ্য সংগ্রহের কাজ চলছে।
সেন্টমার্টিনের বাসিন্দা আব্দুল মালেক বলেন, জাহাজটির ওপরের অংশ খোলা। এতে অনেক কন্টেইনার ও অন্যান্য মালামাল রয়েছে।
আরেক বাসিন্দা খোরশেদ বলেন, জাহাজটি প্রথমে পর্যটকবাহী মনে করেছিলাম। পরে কাছে গিয়ে দেখি এটি একটি কন্টেইনারবোঝাই জাহাজ। সেখানে কারো দেখা মেলেনি।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, জাহাজের খবরটি স্থানীয়রা জানালে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনকে অবহিত করি। আপাতত কিছু বলতে পারছি না।