সরকার দিনের বেলায় বিদ্যুৎ বন্ধের কোনো সিদ্ধান্ত নেয়নি: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার দিনের বেলায় বিদ্যুৎ বন্ধের কোনো সিদ্ধান্ত গ্রহণ নেয়নি। এপ্রসঙ্গে রোববার (২৩ অক্টোবর) জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী যা বলেছেন, সেটি তার ব্যক্তিগত কথা এবং তিনিই তার ব্যাখ্যা দিতে পারবেন, সরকারের এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই।
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা 'প্রয়োজনে দিনের বেলায় বিদ্যুতের ব্যবহার বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন' উল্লেখ করে সোমবার (২৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা। যার জবাবে তিনি একথা বলেন।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বিএনপির রাজনৈতিক কর্মসূচি নিয়েও কথা বলেছেন।
মন্ত্রী খুলনায় বিএনপি'র শনিবারের সমাবেশ প্রসঙ্গে বলেন, 'গত পরশুদিন বিএনপি খুলনায় সমাবেশ করতে গিয়ে খুলনার নবনির্মিত রেল স্টেশন ভাংচুর করেছে; দৌলতপুরে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়েছে। বিএনপি নেতারা বলেছেন যে, বাস-লঞ্চ এগুলো বন্ধ। বাস-লঞ্চের মালিকরা নিজেরাই ধর্মঘট ডেকেছে। এখানে সরকার কিংবা সরকারি দলের কোনো হাত নেই'।
এসময় তিনি আরও বলেন, ২০১৩-১৪-১৫ সালে বিএনপি যেভাবে বাসে, লঞ্চে আগুন দিয়েছিল; জীবন্ত শ্রমিকদেরকে পুড়িয়ে হত্যা করেছিল; দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয়। ফলে স্বাভাবিকভাবেই বাস এবং লঞ্চের মালিক ও শ্রমিকরা উদ্বিগ্ন ছিল। এসব ও অন্যান্য কারণে তারা ধর্মঘট ডাকে।
এ সময় ড. হাছান তার ট্যাবে ২০১৩-১৪-১৫ সালের কিছু সংবাদচিত্র সাংবাদিকদের দেখিয়ে বলেন, 'দেখুন বিএনপির দেওয়া আগুনে বাস, লঞ্চ ও শ্রমিকরা কিভাবে পুড়ে মারা গেছে। বিএনপি'র এই অপরাজনীতির আগুনের কারণেই তারা ধর্মঘট ডেকেছে।'