রাজধানীর সব ফ্ল্যাট ও বাড়ির মালিককে করের আওতায় আনা হবে: এনবিআর চেয়ারম্যান
রাজধানীর সব ফ্ল্যাট ও বাড়ির মালিককে করনেটের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর অফিসে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) সঙ্গে তথ্য বিনিময় বিষয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ড ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক সই হয়।
এনবিআর চেয়ারম্যান বলেন, 'এনবিআর মনে করে ঢাকা শহরে এক বা একাধিক বাড়ি ও ফ্ল্যাটের মালিকের রিটার্ন দাখিলের সক্ষমতা থাকলেও তাদের অনেকেই কর নেটের বাইরে রয়েছেন। বাড়ি কিংবা ফ্ল্যাটের মালিকের নামেই ডিপিডিসির মিটার নির্ধারিত থাকে। তাই ডিপিডিসির সঙ্গে পারস্পরিক তথ্য বিনিময় হলে করনেট বৃদ্ধির পাশাপাশি রাজস্ব আয়ও বাড়বে।'
এর ফলে কোম্পানি করদাতাদের ধারণাপ্রসূত কর নিরূপণের পরিবর্তে সঠিক তথ্যভিত্তিক কর নিরূপণ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সভায় বিদ্যুৎ বিভাগের সচিব মোঃ হাবিবুর রহমান, এনবিআর সদস্য মোঃ জাহিদ হাসান এবং ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান সহ উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে চারটি বিদ্যুৎ বিতরণ কোম্পানি ও দুটি সংস্থার অধীনে সারা দেশে আবাসিক গ্রাহকের সংখ্যা চার কোটির বেশি এবং বাণিজ্যিক সংযোগ রয়েছে পাঁচ লাখের কাছাকাছি।
নতুন করদাতা চিহ্নিত করার লক্ষ্যে এনবিআর ইতিমধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), জাতীয় সঞ্চয় অধিদপ্তর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সহ কয়েকটি সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর করে তাদের ডাটাবেজে অ্যাক্সেস নিয়েছে।