৩৩ প্রজাতির দেশীয় মাছ বিলুপ্ত: প্রাণিসম্পদ মন্ত্রী
দেশীয় প্রজাতির বিলুপ্ত মাছের সংখ্যা ছিল ৬৪টি, তবে বিলুপ্তপ্রায় মাছ রক্ষায় সরকারের নানা পদক্ষেপের কারণে ৩১ প্রজাতির মাছ ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। ফলে এখন বিলুপ্ত দেশীয় প্রজাতির মাছের সংখ্যা ৩৩টি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে নুর উদ্দিন চৌধুরী নয়নের এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।
সরকারি দলের মোরশেদ আলমের প্রশ্নের জবাবে তিনি বলেন, "জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণতা, সমুদ্রের পানির উচ্চতা এবং লবণাক্ততার বৃদ্ধির ফলে উপকূলীয় মৎস্য সম্পদের ওপর ক্রমশ নেতিবাচক প্রভাব পড়ছে। এছাড়া নদীগুলোতে লবণাক্ত পানি অনুপ্রবেশের ফলে মিঠা পানির মাছ ও প্রাথমিক উৎপাদনশীলতায় পরিবর্তন ঘটছে। উষ্ণতা বৃদ্ধির কারণে মাছের আবাসস্থল, বিচরণক্ষেত্র ও প্রজনন প্রভাবিত হচ্ছে।"
জলবায়ুর ধারাবাহিক অবনতির কারণে মৎস্য সম্পদের ওপর নানা বিরূপ প্রভাব পড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, "মাছের অনেক আচরণগত বৈশিষ্ট্য পরিবর্তিত হচ্ছে। মাছের প্রাকৃতিক প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে মারাত্মকভাবে। নেতিবাচক প্রভাব পড়ছে মাছের প্রজাতি-বৈচিত্র্যেও।"
"আবাদি পুকুরের সংখ্যা কমে যাচ্ছে। বাৎসরিক পুকুরগুলো মৌসুমি পুকুরে রূপান্তরিত হচ্ছে", যোগ করেন তিনি।