ফেনীতে বাস-লরি সংঘর্ষ, নিহত ৪
ফেনীতে যাত্রীবাহী বাস ও লরির সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এছাড়াও এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।
বুধবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দুলামিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে লরির সহযোগী নাজমুল (২৯) এবং লক্ষ্মীপুর জেলার ভবানীপুরের বাসিন্দা রিয়াজ উদ্দিনের পরিচয় মিলেছে। বাকিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মাঝে বাসচালক ও লরিচালক রয়েছেন বলে পুলিশ ধারণা করছে।
ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এসময় উল্টো পথে আসা লরির সাথে দ্রতগামী বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক পুলিশ হতাহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। বাকি ১৫ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে৷
ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এস এম সোহরাব আল হোসাইন বলেন, আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চারজন নিহত হয়েছেন। তাদের মরদেহ হাসপাতালে রয়েছে।