মহাসড়কে মোটরসাইকেল বন্ধ: থাকছে সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায়
এক বছরের বেশি সময় বিরতির পর দেশে নিরাপদ সড়ক নিশ্চিত করার সর্বোচ্চ সংস্থা জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল (এনআরএসসি) আগামীকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) বৈঠকে বসতে যাচ্ছে।
বৈঠকে আলোচিত অন্যান্য বিষয়ের সাথে থাকছে, দুর্ঘটনা রোধে মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করার বিষয়।
সোমবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, 'চলমান নানান বিষয় জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভার এজেন্ডার মধ্যে থাকবে। ফলে মহাসড়কে মোটরসাইকেল বন্ধের বিষয়ে-ও আলোচনা হতে পারে"।
এদিকে বিআরটিএ'র সূত্র জানিয়েছে, সভায় গুরুত্বপুর্ণ যেসব বিষয়ের ওপর আলোচনা হতে পারে তার মধ্যে আছে- নিরাপদ সড়কসংক্রান্ত কৌশলগত পরিকল্পনা ২০২১-২০২৪, ইতোমধ্যে পরিত্যাক্ত ঘোষিত যানবাহনের কোনো নিবন্ধন না দেওয়া, সড়ক দুর্ঘটনা কমানোর বিষয় ইত্যাদি।
বিআরটিএ'র কর্মকর্তারা বলেছেন, দীর্ঘদিন এই সভা না হওয়ার কারণে 'জাতীয় সড়ক নিরাপত্তার কৌশলগত কর্মপরিকল্পনা'র অনুমোদন প্রক্রিয়াও আটকে আছে। তাই সভায় এটার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। তবে সেটা নির্ভর করছে এনআরএসসি সদস্যদের মতামতের ওপর।
যদিও প্রতি ৬ মাস পর পর কিংবা কাউন্সিল প্রধানের ইচ্ছায় এনআরএসসির বৈঠক হওয়ার বাধ্যবাধকতা আছে। কিন্তু, করোনার কারণে তা দীর্ঘদিন স্থগিত রাখা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সর্বশেষ জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৮তম সভা ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল।
এর দীর্ঘদিন পরে আগামীকাল ১৫ নভেম্বর এনআরএসসি'র ২৯তম সভা হচ্ছে। এতে উপস্থিত থাকবেন, কাউন্সিলের প্রধান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বনানীতে বিআরটিএ'র প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।