সিলেটে বিএনপির সমাবেশ শেষ হতেই যান চলাচল শুরু
সিলেটে বিএনপির গণসমাবেশ শেষ হওয়ার পরপরই উঠে গেছে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘট। শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকেই শুরু হয়েছে বাসসহ সব ধরনের যানবহন চলাচল। এর আগে বিকেল ৫টার দিকে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির গণসমাবেশ শেষ হয়।
বিএনপির সমাবেশের দিন সকাল ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত ধর্মঘট ডেকেছিলেন পরিবহন মালিক ও শ্রমিকরা। তবে এর প্রায় ১২ ঘন্টা আগেই ধর্মঘট তুলে নিলেন তারা।
যানবাহন চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মইনুল হক বলেন, 'আজ সন্ধ্যা ৬টার পর আমরা ধর্মঘট তুলে নিয়েছি। জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে আমরা ধর্মঘট দীর্ঘায়িত করিনি। এইচএসসি পরীক্ষার পর দাবি আদায়ে আবার আমরা ধর্মঘট ডাকব'।
এর আগে পাঁচ দফা দাবিতে সিলেটে শনিবার ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার বাস ধর্মঘট ডাকে বাস মালিক সমিতি। ভিন্ন চারটি দাবিতে শনিবার অন্য পরিবহনগুলোরও ধর্মঘট ডাকে সিলেট বিভাগীয় শ্রমিক ঐক্য পরিষদ।
শ্রমিক সংগঠনের দাবিগুলো হচ্ছে- যেসব অটোরিকশার নিবন্ধন নেই- সেগুলোকে নিবন্ধন দেওয়া, সিলেটের সবকটি পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলনের অনুমতি দেওয়া, সিলেটের লামাকাজী ও শ্যাওলা সেতুতে টোল আদায় বন্ধ এবং মহাসড়কে ব্যাটারিচালিত টমটম ও রিকশা চলাচল বন্ধ করা। এ ছাড়া, জেলা সড়ক পরিবহন মালিক সমিতি সিএনজিচালিত অটোরিকশায় গ্রিল সংযোজন এবং নতুন করে সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন না দেওয়ার দাবিতে সিলেট জেলায় ধর্মঘটের ডাক দেয়।
বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, সমাবেশ আয়োজনে বাধাবিপত্তি সৃষ্টি করতেই সরকার কৌশলে পরিবহনে ধর্মঘট ডাকিয়েছে। শনিবার বিএনপির সমাবেশ থেকেও এমন অভিযোগ করা হয়।
আগেভাগেই ধর্মঘট শেষ হওয়া প্রসঙ্গে সিলেট জেলা বাস, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ধর্মঘট তুলে নেওয়ায় সন্ধ্যার পর থেকে সব ধরনের যান চলাচল শুরু হয়েছে। বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাসও।