উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রকৃতির ক্ষতি করা উচিত নয়: প্রধানমন্ত্রী
মঙ্গলবার (২২ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উপকূলীয় এলাকাগুলো খুবই সংবেদনশীল এবং এসব এলাকায় সব ধরনের প্রকল্প অত্যন্ত সতর্কতার সঙ্গে বাস্তবায়ন করা উচিত।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উদ্ধৃতি উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, "কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় আমাদের প্রকৃতির ক্ষতি করা উচিত নয়।"
ঢাকায় খাল ভরাটের বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, কোনো উন্নয়ন প্রকল্পের প্রয়োজনে খাল ভরাট করা হবে না বলেই আলোচনা হয়েছে বৈঠকে।
মন্ত্রী আরও বলেন, "ফসল উৎপাদনের সময় আমাদের বৈচিত্র্য আনতে হবে এবং পুষ্টির প্রতি গুরুত্ব দিতে হবে। সেইসঙ্গে, যথাযথ মজুদও নিশ্চিত করতে হবে।"
তিনি নেদারল্যান্ডের মতো উন্নত দেশগুলোর কাছ থেকে সংরক্ষণ কৌশল সম্পর্কে আরও শিখতে সবাইকে আহ্বান জানান।