ডিসেম্বরের শেষ সপ্তাহে উত্তরা-আগারগাঁও মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ডিসেম্বরের চতুর্থ, অর্থাৎ শেষ সপ্তাহের যেকোন দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরা-আগারগাঁও মেট্রোরেল সেবা উদ্বোধন করবেন বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।
আজ (১২ ডিসেম্বর) উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেলের ডিপো এলাকায় ডিএমটিসিএল এর তথ্যকেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সিদ্দিক বলেন, "প্রধানমন্ত্রীর দপ্তর থেকে উদ্বোধনের চূড়ান্ত দিনক্ষণ এখনও পাওয়া যায়নি। তবে এ মাসেই উদ্বোধন করা হবে।"
সিদ্দিক জানান, "শুরুতে সীমিত পরিসরে মেট্রোরেল চলবে। প্রতি ট্রেনে যাত্রী থাকবে ধারণক্ষমতার কম। ট্রেনের সংখ্যাও থাকবে কম। প্রতিটি স্টেশনে বেশি সময় ধরে ট্রেন থামবে।"
তিন মাস পর থেকে পূর্ণ সক্ষমতায় ট্রেন চলবে বলে জানান তিনি।