রাস্তায় কনসার্ট নিষিদ্ধ, থার্টি ফার্স্টে বন্ধ থাকবে পানশালা
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে মাদকদ্রব্য অপব্যহাররোধে আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সকল পানশালা (বার) বন্ধ থাকবে। এছাড়া, রাস্তায় কোনো প্রকার কনসার্টের আয়োজন করতে দেওয়া হবে না।
সোমবার (১৯ ডিসেম্বর) সচিবালয়ে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটের আইনশৃঙ্খলা সংক্রান্ত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রী।
এসময় তিনি বলেন, এবার পাঁচ হাজার ৬৮২টি চার্চে বড়দিন উদযাপন করা হবে। সব চার্চেই নিরাপত্তার ব্যবস্থা করা হবে।
'বড় গির্জাগুলোতে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি খ্রিষ্টান সম্প্রদায় থেকে স্বেচ্ছাসেবী দেওয়ার ব্যবস্থা করতে অনুরোধ করা হয়েছে। কূটনৈতিক পাড়ায় বেশিরভাগ কূটনীতিক খ্রিষ্টান ধর্মাবলম্বী। সেখানে বিশেষ নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী মোতায়েন করা হবে। গির্জাগুলোতে সিসি ক্যামেরা বসানো থাকবে। গুরুত্বপূর্ণ গির্জাগুলোতে সুইপিং করা হবে। ডগ স্কোয়াডও থাকবে'- যোগ করেন তিনি।
বড়দিন থেকে থার্টি ফার্স্ট নাইট- এই সময়ে আতশবাজি, ভুভুজেলা, পটকা না-ফোটানোর অনুরোধও করেন কামাল।
এসময় মাঠে কনসার্টের আয়োজন করা যাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, মহানগর পুলিশের অনুমতি নিয়ে এবং কোনোপ্রকার যানজট সৃষ্টি হবে না এই শর্তে আয়োজন করা যাবে।
যে কোনো নাশকতারোধে সারা দেশে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, 'জঙ্গিবাদের উত্থানের একটি চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমরা আগেই তা চিহ্নিত করেছি। তারপরেও আমরা সবাই সজাগ থাকব, যাতে কোনো অঘটন না ঘটে।'