ধীরগতিতে চলছে ইভিএম, রংপুর সিটির ভোটগ্রহণ গড়াতে পারে রাত ৮টা পর্যন্ত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)- এ ভোটগ্রহণ ধীরগতিতে চলছে, এজন্য রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ গড়াতে পারে রাত আটটা পর্যন্ত।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে তিনি নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।
এসময় সিইসি বলেন, "তুলনামূলকভাবে ইভিএমে ভোটগ্রহণ ব্যালটের চেয়ে 'স্লো'। এখনো লোক লাইনে দাঁড়িয়ে আছে। এটা শেষ হতে রাত সাড়ে ৭টা বা ৮টা হতে পারে। ৪টা পর্যন্ত ৫০-৫৫ ভোটারের ভোটগ্রহণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।"
ভোটারদের অংশগ্রহণ সন্তোষজনক মাত্রায় ছিল উল্লেখ করে সিইসি বলেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে।
প্রসঙ্গত, আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয় ইভিএমের মাধ্যমে ২২৯টি কেন্দ্রে রসিক নির্বাচনের ভোটগ্রহণ।
রিটার্নিং অফিসার আবদুল বাতেন জানান, এই নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা করছেন ৯ জন, অন্যদিকে ৩৩ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮৩ জন। আর ১১টি সংরক্ষিত আসনে প্রার্থী হলেন ৬৮ জন।
মোট ২২৯ জন প্রিজাইডিং অফিসার, ১,৩৪৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২,৬৯৮ পোলিং কর্মকর্তা ভোট অনুষ্ঠানে দায়িত্ব পালন করছেন।
এর আগে ২০১৭ সালের ২১ ডিসেম্বর সর্বশেষ নির্বাচন হয় রসিকের। ওই নির্বাচনের মাধ্যমে জয়ী বর্তমান মেয়রের মেয়াদ ফুরাবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি।